• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
• তাঁর রচিত উপন্যাস- - অক্টোপাস, - অদ্ভূত আঁধার এক, - নিয়ত মন্তাজ, - এলো সে অবেলায় ইত্যাদি।