- আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (ICDDR,B- International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) এর প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হলেন ড. তাহমিদ আহমেদ। তিনি গত ১ ফেব্রুয়ারি ২০২১ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্বগ্রহণ করেন। - ICDDR,B ঢাকার মহাখালীতে অবস্থিত। - এটি ১৯৬০ সালের দিকে সিয়াটো জোটের The Cholera Research Laboratory (CRL) হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৮ সালে ICDDR,B নামধারণ করে। - ICDDR,B অন্যতম সাফল্য হলো খাবার স্যালাইন উদ্ভাবন। (তথ্যসূত্র: ICDDR,B ওয়েবসাইট)