- G-7 (Group of Seven) জোটের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। - গত ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়াল শহরের কার্বিস বে সমুদ্র সৈকতে ৪৭তম G-7 (Group of Seven) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। - এই সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়ন অংশ নেয়। - G-7 হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম। (তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট)