ECNEC: - ECNEC এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council. - জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি। - এর সভাপতি দেশটির প্রধানমন্ত্রী। - অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি। - এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। - নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়: • স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, • শিক্ষা মন্ত্ৰী, • প্রযুক্তি মন্ত্ৰী, • পানি সম্পদ মন্ত্রী, • শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী, • ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী, • কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং • পরিকল্পনা মন্ত্রী।