• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'পরাহ্ন'- বানানটি অশুদ্ধ। - এর শুদ্ধ বানান- 'পরাহ্ণ'।
• প্রমিত বাংলা বানানের নিয়ম: তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়। যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।
• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, 'পরাহ্ন' শুদ্ধ নয়, এর শুদ্ধ বানান- 'পরাহ্ণ'।
• আরো কিছু শুদ্ধ বানান: পরিণয়, উষ্ণ, ঘণ্টা, দণ্ড, কণ্টক, প্রণয়, পরাহ্ণ।