- NATO (North Atlantic Treaty Organization) প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। - ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। - বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ। - ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। ২৭ মার্চ ২০২০ উত্তর মেসিডোনিয়া ৩০তম সদস্য হিসেবে NATO তে যোগ দেয়। - আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। (তথ্যসূত্রঃ NATO ওয়েবসাইট)