- New Development Bank (NDB) এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। - ২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়। - ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে। - NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো: - চীন - ভারত - ব্রাজিল - রাশিয়া - দক্ষিণ আফ্রিকা। - এছাড়া বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য| - NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজ। NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে। (তথ্যসূত্র: NDB ওয়েবসাইট)