- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত। - এই জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সদস্য দেশগুলো হলো: - তুরস্ক - বাংলাদেশ - পাকিস্তান - মিশর - নাইজেরিয়া - মালয়েশিয়া - ইন্দোনেশিয়া এবং - ইরান। (সূত্র: D-8 ওয়েবসাইট)