INF (The Intermediate-Range Nuclear Forces) চুক্তি হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (সাবেক সোভিয়েত ইউনিয়ন) মধ্যে স্বাক্ষরিত স্বল্প ও মধ্যমপাল্লার পরমাণু ক্ষেপনাস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসকরণ সংক্রান্ত একটি চুক্তি। এটি স্বাক্ষরিত হয়েছিলো ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর এবং কার্যকর হয় ১ জুন ১৯৮৮ থেকে। এই চুক্তির অধীনে দেশ দুটি ২,৬৯২টি পরমাণু ক্ষেপনাস্ত্র ধ্বংস করে। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়াকে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নিজেকে INF চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে রাশিয়াও গত ২ ফেব্রুয়ারি ২০১৯ INF চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। (সূত্র: আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ওয়েবসাইট)