IUCN (The International Union for Conservation of Nature) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা। এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০। এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে। (সূত্রঃ IUCN ওয়েবসাইট)