- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আন্তে তৈরি করে। - ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)। - বর্তমানে রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। - এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্যে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর অবরোধ আরোপ করে। (তথ্যসূত্রঃ আল জাজিরা)