কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
ট্রানজিস্টর p এবং n ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের ডিভাইস, যেটি তার ভেতর দিয়ে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। npn এবং pnp দুই ধরনের ট্রানজিস্টর।
npn ট্রানজিস্টরের যে দিক দিয়ে কারেন্ট ঢােকে তার নাম Collector এবং যেদিক দিয়ে কারেন্ট বের হয় তার নাম Emitter।
মাঝখানে রয়েছে বেস, এই বেসটি পানির ট্যাপের মতাে। এই বেসে অল্প একটু কারেন্ট দিলেই যেন ট্যাপটি খুলে যায় অর্থাৎ অনেক বিদ্যুতের প্রবাহ হতে থাকে।
আবার এই অল্প কারেন্ট বন্ধ করে দিলেই বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যায়
উৎসঃ নবম-দশম শ্রেণি পদার্থ বিজ্ঞান