- F-35 হলো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল স্টিলথ যুদ্ধ বিমান। - মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, নরথ্রুপ গ্রুমান এবং বিএই সিস্টেমস কোম্পানি যৌথভাবে এটি তৈরি করেছে। তবে এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের সাথে আরও সাতটি দেশ সংশ্লিষ্ট। - ১৯৯৭ সালে F-35 যুদ্ধ বিমান তৈরির প্রকল্প গৃহিত হয় এবং ২০১২ সালে এটি প্রথম অপারেশনে আসে। (তথ্যসূত্রঃ লকহিড মার্টিন ওয়েবসাইট)