কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড MAC অ্যাড্রেস প্রদান করে। এই কার্ডের বৈশিষ্ট্য হলো এতে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে যাকে MAC অ্যাড্রেস বলে। এই কার্ডে প্রদত্ত ম্যাক অ্যাড্রেসের একটির সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ম্যাক অ্যাড্রেস কম্পিউটারের (ROM) রমে সংরক্ষিত থাকে। এই কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
সকল অপশন
রেফারেন্স মাত্র
ক.
দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বিনিময়ের ঠিকানা
খ.
নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারের লযিক্যাল অ্যাড্রেস
গ.
৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর✓ সঠিক উত্তর
ঘ.
একটি ৪৮ বিটের IP ক্রমিক নম্বর
Related Questions
Practice more কম্পিউটার ও তথ্য প্রযুক্তি questions