‘ঠোঁট কাটা’ বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর
বেহায়া
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী/বেহায়া।
অন্যদিকে-
ঠাট বজায় রাখা অর্থ অভাব চাপা রাখা,
ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা এবং
জিলাপির প্যাচ অর্থ কুটিলতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
উল্লেখ্য, ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।