SIL International: - এটি একটি বিশ্বব্যাপী, বিশ্বাস-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। - এটি বিশ্বজুড়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে ভাষা নিয়ে কাজ করে। - এসআইএল-এর মূল অবদানের ক্ষেত্রগুলি হল ধর্মগ্রন্থ অনুবাদ, সাক্ষরতা, শিক্ষা, উন্নয়ন, ভাষাগত গবেষণা এবং ভাষা সরঞ্জাম।
উল্লেখ্য, - সম্প্রতি সিল বাংলাদেশের ১৫টি ভাষার বিপন্নতার চিত্র তুলে ধরেছে। - সিল প্রায় তিন বছর ধরে ১৫ জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে গুণগত ও পরিমাণগত গবেষণা করছে। - এসব জাতিগোষ্ঠী হলো কন্দ, গঞ্জু, বানাই, বাড়াইক, বাগদি, ভূমিজ, খাড়িয়া, মালো, মুসহর, তেলি, তুরি, রাজোয়ার, হুদি, পাত্র ও ভুঁইমালী।
উৎস: i) SIL International. ii) ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।