• '৫৭০' চলচ্চিত্র: → '৫৭০' চলচ্চিত্রটির পরিচালক - আশরাফ শিশির। → ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের। সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘৫৭০’ → ১১ ফেব্রুয়ারি, ২০২৪ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। → ‘৫৭০’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। → ছবিতে আরো অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুজাত শিমুল, এলিনা শাম্মী, লুবাবা প্রমুখ।