World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
World Development Report:
- বিশ্বব্যাংকের World Development Report ১৯৭৮ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে।
- যা আজকের বিশ্বের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি বোঝার জন্য এক অমূল্য দিকনির্দেশনা।
- প্রতিটি প্রতিবেদনে উন্নয়নের একটি নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ দেওয়া হয়। যেমন- কৃষি, রাষ্ট্রের ভূমিকা, রূপান্তরিত অর্থনীতি, শ্রম, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ এবং দারিদ্র্য।
উল্লেখ্য,
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: ইউনেস্কো ও বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।