‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?
‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় কাব্যগ্রন্থ সংকলন ‘সঞ্চয়িতা’। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হলো: মাসনী, সোনার তরী, বলাকা পুনশ্চ, চৈতালী, কল্পনা, চিত্রা, জন্মদিনে, সেঁজুতি, শেষলেখা। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কাব্য সংকলন ‘সঞ্চিতা’।