মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
সঠিক উত্তর
চিঠি
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
শেক্সপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রু’ নাটকের অনুবাদ করে মুনীর চৌধুরী করেন ‘মুখরা রমণী বশীকরণ’ এছাড়া তার রচিত ‘কবর’ ভাষা আন্দোলন ভিত্তিক, ‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধ(১৭৬১) এবং “চিঠি” নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সময়কে ভিত্তি করে রচিত হয়েছে।