পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
সঠিক উত্তর
নিউট্রন ও প্রোটন
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ধনাত্মক চার্জবাহী কণিকা ও নিরপেক্ষ কণিকা এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়।