“তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
“তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
সঠিক উত্তর
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
“তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই , ইত্যাদি অব্যয় উঠিয়ে দিতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাকো হাঁ-সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। প্রদত্ত বাক্যঃ তাতে সমাজজীবন চলে না (নেতিবাচক)। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে (অস্তিবাচক)।