ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। বর্তমান সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাও। (সূত্রঃ ITU ওয়েবসাইট)