• একটা কাজ বা বিষয় নির্দিষ্ট সময় ধরে চলছে বুঝায়, তখন সাধারণতঃ Present Perfect Continuous tense হয়। - 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। -He has been ill for three months. - যেহেতু, এখানে প্রতিটি বাক্যের শেষে a week আছে অর্থাৎ অনির্দিষ্ট সময় নির্দেশ করেছে। - তাই for a week হবে।
অন্যদিকে, • 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। - He has been ill since last Friday. - Fahima has lived in Dhaka since 2016.
• Till - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত, শূন্যস্থানে এটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে না। • During - যাবৎ; ব্যাপী; কোনো সময় বা স্থিতিকাল ধরে - কিন্তু during a হয় না, during the হয়।