- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। - ২০১৪ সালের জুলাই মাসে ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। - ২০১৫ সালের জুলাইয়ে এই চুক্তি কার্যকর হয়। - এর সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে। - প্রথম প্রেসিডেন্ট ভারতের কে ভি কামাথ। - বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজ। - NDB এর বর্তমান সদস্য সংখ্যা ৫টি। (তথ্যসূত্রঃ NDB ওয়েবসাইট)