• International Maritime Organization: - IMO এর পূর্ণরূপ- International Maritime Organization. - International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। - IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়। - ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়। - ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। - IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। - বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। - বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।