- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। যথা-১. জিএসএম (GSM-Global System for Mobile Communication) প্রযুক্তি ও২. সিডিএমএ (CDMA-Code Division Multiple Access) প্রযুক্তি।- জিএসএম প্রযুক্তি GPRS (General Packet Radio Service) ও EDGE সুবিধা প্রদান করে।- চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্যসমূহ-১. IP (Internet Protocol) নেটওয়ার্কের ব্যবহার।২. ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ Gbps।৩. হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টেলিভিশন এবং গেমিং ইত্যাদির ব্যবহার শুরু।৪. Bluetooth, WLAN, GPS (Global Positioning System), WCDMA, GPRS (General Packet Radio Service) প্রভৃতি।উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।