- FIFA (Fédération Internationale de Football Association) হলো ফুটবলের বৈশ্বিক সংস্থা। - এটি ১৯০৪ সালের ২১ মে ইউরোপের সাতটি দেশের উদ্যোগে গঠিত হয়। - ফিফার বর্তমান সদস্য ২১১টি। - বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। - সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ। - বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে। - ফিফা র্যাংকিংয়ে বর্তমানে শীর্ষদেশ বেলজিয়াম। - বাংলাদেশের অবস্থান ১৯২তম। - ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। - পরবর্তী ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ২১ নভে. – ১৮ ডিসেম্বর কাতারে। (সূত্র: ফিফা ওয়েবসাইট)