Export Promotion Bureau (EPB) বা ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৭৭ সালে ও ২০১৫ সালে পুনর্গঠিত হয়ে বর্তমান ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’তে রূপান্তরিত হয়। দেশের রপ্তানি বাণিজ্যের প্রসারে এটি কাজ করে থাকে। এ লক্ষ্যে EPB বাণিজ্য মেলা ও রপ্তানি মেলার আয়োজন, নতুন নতুন রপ্তানি পণ্য ও বাজার অনুসন্ধান, রপ্তানি বিষয়ক তথ্য-উপাত্ত প্রকাশ ও সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে। (সূত্র: Export Promotion Bureau)