OIC: - OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation. - এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা। - এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট। - গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি। - বর্তমান সদস্য: ৫৭টি। - সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব। - বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা। - প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
উল্লেখ্য, - দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য। - ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য। - বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।