• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।
• প্রশ্নে উল্লিখিত বাক্যে Subject নেই।
- কিন্তু যেহেতু পরবর্তীতে our আছে তাই এখানে Subject 'we' হবে।
- আর auxiliary verb should এরপর verb এর base form বসবে।
• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - We should control anger for our own sake.