কোনো কাজের সম্পূর্ণ প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ পর্যায়ের উপর গুরুত্ব দেয়াকে কী বলে?
সঠিক উত্তর
অপারেশন চার্ট
সিভিল ইঞ্জিনিয়ারিং1 নম্বর
CPM করতে কোনটি দরকার?
লোড হচ্ছে...
✨
সিভিল ইঞ্জিনিয়ারিং কুইক কুইজ
🏆
🎯১০টি প্রশ্ন
⚡তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
কাজ সহজকরণে কিছু গবেষণা লব্ধ কলাকৌশলের নাম জানা যায় । এগুলো হলো- ১) প্রসেস চার্ট , ২) অপারেশন চার্ট , ৩) পাথওয়ে চার্ট , ৪) মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ ইত্যাদি ।
• অপারেশন চার্ট : কোনো কাজের সম্পূর্ণ প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ পর্যায়ের ওপর গুরুত্ব দেওয়া হলে তাকে অপারেশন চার্ট বলে।
• পাথওয়ে চার্ট : অল্প চলাচলের মাধ্যমে কাজে সময় ও শক্তির অপচয় রোধ করার জন্য পায়ে চলার পথ অনুসরণ করে যে চার্ট তৈরি করা হয় তাই পাথওয়ে চার্ট।
• মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ : বিশেষ কাজের ছবি তুলে তা বিশ্লেষণ করে যে কাজ সহজকরণ পদ্ধতি তৈরি করা হয় তা হলো মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ পদ্ধতি।
• প্রোসেস চার্ট : একটি কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাকে প্রোসেস চার্ট বলে।
উৎস: গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।